সাজেদুল হক এর বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম

বাংলাদেশ থেকে Verifyed Paypal অ্যাকাউন্ট খোলা, ব্যাবহার এবং টাকা উত্তোলন এর সর্বোত্তম সমাধান, সাথে থাকছে একটি ফ্রী Mastercard এবং আমেরিকার একটি Virtual ব্যাংক অ্যাকাউন্ট !!!

আমরা যারা অনলাইন এ কাজ করি তাদের জন্য একটি Verifyed Paypal Account থাকা যে কত গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। আজকে এই টিউন এর মাধ্যমে বাংলাদেশ থেকে একটি Paypal Account তৈরী, Verify করার নিয়ম এবং Paypal এর ডলার কিভাবে মাস্টার কার্ড এর মাধ্যমে উত্তোলন করার সর্বউত্তম উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসুন ধাপে ধাপে বিষয় গুলো আলোচনা করা যাক।

এই পোস্টে যেই বিষয় গুলো আলোচনা করা হবেঃ

  • একটি USA Verifyed Paypal Account করার উপায়।
  • একটি ফ্রী Payoneer এর Mastercard পাওয়ার উপায়।
  • Paypal এর ডলার Payoneer এর Mastercard এ নিয়ে আসার উপায়।

প্রয়োজনীয় উপকরন এবং খরচঃ

  • USA এর ঠিকানা দিয়ে তৈরী করা একটি Paypal Account.
  • Verification এর জন্য Paypal অ্যাকাউন্ট এ ১-২ ডলার থাকতে হবে।
  • একটি Payoneer এর MasterCard।
  • Payoneer এর US Payment Service Active থাকা।

Paypal Account তৈরী করাঃ

প্রথমেই আপনাকে একটি Paypal Account তৈরী করতে হবে। Account তৈরীর সময় নিচের বিষয় গুলো অবশ্যই খেয়াল রাখবেন।
  • Account টি অবশ্যই USA এর ঠিকানা দিয়ে করতে হবে .
  • আপনার যদি National ID Card থাকে তাহলে ID Card এর অনুযায়ী নাম ব্যাবহার করবেন।
Paypal Account এ Sign Up করার নিয়মঃ ১। প্রথমেই Paypal এ প্রবেশ করে Signup ক্লিক করুন. ২। এখন নিচের চিত্রের মত Select করুন এবং Get Started এ ক্লিক করুন। ৩। এখন Get Started এ ক্লিক করার পরে নিচের Page আসবে। নিচের চিত্রের মত ফরম টা পূরণ করুন । ( USA এর Address এবং ফোন নাম্বার এর জন্য www.fakenamegenerator.com ব্যাবহার করতে পারেন। ৪। সবকিছু ঠিক থাকলে Agree and Create Account ক্লিক করলে আরেক টি পেজ আসবে এবং একটি Captcha Code চাইবে Captcha Code টাইপ করে Submit করুন। ব্যাস হয়ে গেল আপনার Paypal Account এর রেজিস্ট্রেশান। এখন Email Check করে Email Verification করে নিন।

ফ্রী Payoneer Mastercard এর জন্য আবেদন করাঃ

Payoneer হল একটি WorldWide ফ্রী মাস্টারকার্ড প্রদান কারি প্রতিষ্ঠান। Payoneer এর Prepaid ডেবিট MasteCard এর মাধ্যমে আপনি বিভিন্ন কোম্পানি থেকে Payment Receive করতে পারবেন। যেমনঃ Odesk, Infolinks ETC. আজকে Payoneer নিয়ে বেশি আলোচনা করবনা। আজকে দেখাব কিভাবে Payoneer এর মাধ্যমে Paypal Account Verify করা যায়। এবং Payoneer এর US Payment Service ব্যাবহার করে কিভাবে Paypal এর ডলার Payoneer এর মাস্টার কার্ড এ আনা যায়।
Payoneer এর মাধ্যমে আপনি যেসব সুবিধা পাবেনঃ
  • একটি Worldwide গ্রহণযোগ্য ফ্রী মাস্টারকার্ড পাবেন।
  • আমেরিকার একটি Virtual ব্যাংক Account পাবেন।
  • US Payment Service এর মাধ্যমে Paypal, Moneybookers, Google Addsence সহ বিভিন্ন কোম্পানি থেকে Payment গ্রহন করতে পারবেন।
  • Payoneer এর Virtual US Bank Account দিয়ে Paypal Account Verify করতে পারবেন।
  • Payoneer এর Master Card দিয়ে পৃথিবীর যেকোনো দেশের MASTERCARD Supported ATM Booth থেকে Dollar উত্তোলন করতে পারবেন।
আপনার যদি আগেই Payoneer এর MASTERCARD থাকে তাহলে নতুন করে আবেদন করার দরকার নাই। সাধারনত বিভিন্ন Company এবং Payoneer এর Affliate Referal লিঙ্ক থেকে Payoneer এর কার্ড এর জন্য আবেদন করা যায়। যেমনঃ Infolinks, Odesk, Freelancer, ইত্যাদি। যাদের অইসব কোম্পানি তে Account নাই তাদেরকে আমার Affiliate Link দিচ্ছিঃ ১। প্রথমেই নিচের লিঙ্কে প্রবেশ করে Signup করে নিনঃ PAYONEER SIGNUP LINK (এইখান থেকে Signup করলে আপনি পাবেন ২৫ ডলার ফ্রী সাথে আমি নিজেও পাব ২৫ ডলার) ২। উপরের লিঙ্কে ক্লিক করার পরে SIGN UP এ ক্লিক করুন। তখন নিচের মত একটি পেজ পাবেন-
৩। এখন এইখানে ৩ টি ধাপ আপনাকে পুরুন করতে হবে।
  • Cardholder details
  • Card Account Information
  • Registration Verification
৪। এখন Cardholder Details এর বাম পাশে ক্লিক করে সঠিক ভাবে আপনার National ID Card/ Passport অনুযায়ী পূরণ করুন। নিচে একটি Sample দেওয়া হলঃ First Name On Your ID: MD MONZORUL Last Name on Your ID: HAQUE Date of Birth: January/20/1964 Email Address: example@gmail.com (আপনার Email Address) Retype Email Address: example@gmail.com (পুনরায় আপনার Email Address) Country: Bangladesh Home Address: Vill-Sonarua, Word-3, Torgaon (আপনার বাসার ঠিকানা) -১ম লাইন Kapasia, Gazipur-1730 (আপনার বাসার ঠিকানা) -২য় লাইন City: Gazipur Zip/Postal Code: 1730 (পোস্টাল কোড) Phone Number: +8801700000000 ( আপনার ফোন নাম্বার) - এইখানে আপনার মোবাইল নাম্বার ও দিতে পারেন । Mobile Number: +8801900000000 ( আপনার মোবাইল নাম্বার) ৫। আপনার কার্ড যদি অন্য কোন ঠিকানায় আনতে চান তাহলে উপরের চিত্রের নিচের দিকে দেওয়া Check Box এ টিক দিয়ে নতুন ঠিকানা দিনঃ ৬। এখন Card Account Information এর বাম পাশে ক্লিক করুন এবং নিচের চিত্র অনুযায়ী তথ্য দিনঃ ৭। এখন Registration Verification এর বাম পাশে ক্লিক করুন এবং নিচের চিত্র অনুযায়ী তথ্য দিনঃ
  • National ID Card
  • Passport
  • Driver Lisence
উপরের ৩ টির মদ্ধে যেকোনো একটি সিলেক্ট করে ID Number দিনঃ ৮। এখন সব ঠিক ভাবে পূরণ করে Finish এ ক্লিক করুন । আপনার Payoneer এর Registration সম্পন্ন হল। এখন ২-৩ দিন সময় নিবে কার্ড Approve হওয়ার জন্য। কার্ড Approve হলে আপনাকে Shipping Date মেইল এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সাধারনত কার্ড আসতে ২০ থেকে ৩০ দিন লাগে। DHL এর মাধ্যমে ৬০ ডলার খরচ করে ৩ দিনে আপনার কার্ড পেতে পারেন।

Payoneer এর Virtual US Bank Account

চিন্তা করছেন কার্ড এর জন্য আতদিন অপেক্ষা করবেন । কার্ড Approve হওয়ার সাথে সাথে আপনি পাবেন Payoneer এর US Virtual Bank Account এর ( Routing Number এবং Account Number) . কার্ড আসার আগেই আপনি এই Virtual Bank Account ব্যাবহার করে আপনার Paypal Verify করতে পারবেন। এই USA এর Virtual Bank Account কে Payoneer এর US Payment Service বলা হয়। আপনার Payoneer এর কার্ড Approve হলে আপনার Payoneer অ্যাকাউন্ট এ Login করুন তাহলেই US Payment Service নামে একটা option দেখতে পাবেন । এখন US Payment Service এ ক্লিক করার পর আপনার US Virtual Bank Account এর তথ্য পাবেনঃ পেয়ে তো গেলেন আপনার USA এর Virtual Bank এর Routing and Account Number. এইটা হল Checking Account. এই ব্যাংক দিয়ে এখন আপনি অনায়াশেই আপনার USA এর ঠিকানা দিয়ে করা Paypal Account টি Verify করে নিতে পারবেন।

Paypal Account ব্যাংক Verify করা

প্রথমেই আপনার Paypal Account এ MINIMUM 1-2 $ Load করে নেন । আপনার Paypal Account এ লগিন করুন । এবং Get Verifyed এ ক্লিক করে Link A Bank Account এ ক্লিক করুন । এবং নিচের চিত্রের মত Payoneer US Payment Service এ Virtual Bank Acocunt এর Routing and Account Number দিয়ে Submit করুন । এখন পেপাল আপনার Account থেকে ২ টা Small Amount আপনার Bank এ Diposit করবে। অই ২ টা Amount আপনি আপনার Payoneer এর Account এ লগিন করে দেখতে পারবেন। সাধারনত ২ দিন সময় নিতে পারে। এখন Diposit হওয়া ২ টা amount আপনি আপনার Paypal এ লগিন করে Confirm Bank Account এ ক্লিক করে Submit করেন। তাহলেই আপনার Paypal Account টি verifyed হয়ে যাবে।

Paypal এর ডলার MasterCard এর মাধ্যমে উত্তোলন করা

এখন আপনি যদি আপনার পেপাল এর ডলার মাস্টার কার্ড এ পাঠাতে চান । তাহলে আপনার পেপাল এর ডলার সুধু মাত্র আপনার যোগ কৃত ব্যাংক এ Withdraw দেন। তাহলেই আপনার ডলার আপনার Payoneer এর মাস্টার কার্ডে যোগ হবে। আমি নিজে এই পর্যন্ত ১০০০ + paypal ডলার এই উপায়ে আমার Payoneer এর কার্ডে এনেছি। Payoneer এর Virtual Bank Account মূলত আপনার Payoneer Mastarcard এর Account ই। Payoneer এর এই US Payment Service এর মাধ্যমে আপনি Paypal ছারাও যেসব কোম্পানি থেকে পেমেন্ট গ্রহন করতে পারবেন তা জানার জন্য নিচের লিঙ্কে দেখুন।

Payoneer US Payment Service

Payoneer এর US Payment Service এর মাধ্যমে Payment গ্রহন করলে Payoneer কে ১% চার্জ দিতে হবে। Paypal থেকে ১০০ ডলার পাঠালে আপনার আপনার Payoneer এর অ্যাকাউন্ট এ আসবে ৯৯ ডলার।

বিশেষ দ্রষ্টব্যঃ

  • সকল তথ্য আপনার National ID Card অনুযায়ী পূরণ করবেন।
  • আপনার Verifyed হওয়া পেপাল Account চেষ্টা করবেন একটি পিসি থেকে LOGIN করার।
  • সব সময় এক ISP ব্যাবহার করা ভাল। ( যেমনঃ রবি দিয়ে লগিন করলে সবসময় রবি ই ব্যাবহার করা ভাল)
  • বিনা প্রয়োজনে আপনার পেপাল অ্যাকাউন্ট এ লগিন করবেন না।
  • আপনার Mastercard হাতে পাওয়ার পরে কার্ডটি Paypal এর সাথে যোগ করে নিন।
  • পেপাল এবং Payoneer এ একই নাম ব্যাবহার করবেন। কারন Mastercard পেপাল এ যোগ করার সময় কাজে লাগবে।
অগোছালো লেখার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি পেপাল সমস্যার অনেকটাই সমাধান হবে। কোন সমস্যা হলে এবং কিছু জানার জন্য কমেন্ট করে জানান। সকলকে অনেক ধন্যবাদ। আমাকে facebook এ পাবেনঃ

সাজেদুল হক

এখন আপনার কম্পিউটার থেকেই GrameenPhone এর মোডেম ব্যাবহার করে মোবাইলে Call এবং Balance Check করুন। সাথে GrameenPhone মোডেম সফটওয়্যার এর সাথে থাকা বিরক্তিকর Default Hompage এর বদলে পাচ্ছেন Google Homepage. Support Windows XP, Vista, 7 ( 32 and 64 bit)

আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আমার এই টিউন।
আমরা অনেকেই গ্রামীন ফোন এর ইন্টারনেট মোডেম ব্যাবহার করি। GP Internet Modem ব্যাবহার করার সময় আমাদের অনেক সময় Account Balance Check করার দরকার পরে। এবংঅনেক সময় প্রয়োজনের সময় কল করার দরকার পরে। কিন্তু সমস্যা হল GP মোডেম এর Default সফটওয়ার এর সাথে এই Functionগুলা থাকে না। তাই আপনাদের এই সমস্যার সমাধান নিয়ে আজকেহাজির হয়েছি। আশা করি ভাল লাগবে। গ্রামীন ফোনের মোডেম ব্যাবহার করে কম্পিউটার থেকেসরাসরি কল করার জন্য এবং AccountBalance চেক করার জন্য আমার একটা সফটওয়্যার ব্যাবহারকরতে পারেন।
আরেকটি কথা এই সফটওয়্যার ইন্সটল করলে Grameen Phone মোডেম এর সাথে থাকা Default Homepage (internet.grameenphone.com) এর বদলে পাচ্ছেন (www.google.com)আশা করি আপনাদের কাজে লাগবে।কাজটি খুব সহজ।
আসুন দেখে নেই কাজটি কিভাবে করতে হবেঃ
১। প্রথমে নিচের লিঙ্ক থেকে GP USSD Activator Plugin সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
২। এখন GrameenPhone Internet সফটওয়্যার টি Exit অথবা Close করুন।
৩। এখন উপরের লিঙ্ক থেকে ডাউনলোড করা GP USSD Activator Plugin সফটওয়্যারটি ইন্সটল করুন। (প্রয়োজনে Instraction দেখে নিন।)
৪। এখন আবার ডেস্কটপ থেকে অথবা All Program থেকে GrameenPhone Internet সফটওয়্যারটি Open করুন।
***এখন দেখুন নিচের চিত্রের মত নতুন কিছু ফিচার যোগহয়েছে।
***দেখুন নিচের চিত্রে কল করার Option যোগ হয়েছে। এইখান থেকে আপনি Headphone ব্যাবহার করে মোবাইলে কল করতে পারবেন।
***এইখানে নিচের চিত্রে দেখুন Account Balance চেক করার জন্য USSD নামেনতুন একটি Option যোগ হয়েছে।
সুতরাং আর দেরি না করে উপভোগ করুন গ্রামীন ফোন মোডেম থেকে সরাসরি Account Balance চেক এবং কল করার মজা।
সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হলঃ


আপনার চেহারাই হবে আপনার কম্পিউটার এর Password !! আপনার নিজের চেহারা দিয়ে Lock করুন আপনার কম্পিউটার এবং যেকোনো ফাইল ! আজব জিনিস!!! Xp,Vista, 7 সাপোর্ট করে।

আপনার চেহারাই হবে আপনার কম্পিউটার এর Password !! আপনার নিজের চেহারা দিয়ে Lock করুন আপনার কম্পিউটার এবং যেকোনো ফাইল ! আজব জিনিস!!! Xp,Vista, 7 সাপোর্ট করে।

কি চমকে গেলেন!!!

ঘটনা সত্যি! অনেকেই হয়ত জানেন। যারা জানেননা তাদের জন্য বলছি। আমি আমার নিজের Laptop এ পরীক্ষা করছি। ১০০ % কাজ করে।

এইটা দিয়ে আপনি আপনার WINDOWS এর LOGIN Password হিসাবে আপনার নিজের চেহারা ব্যাবহার করতে পারবেন। এছাড়াও আপনার কম্পিউটার এর যেকোনো ফোল্ডার এবং ফাইল Lock করতে পারবেন আপনার নিজের চেহারা ব্যাবহার করে।

সফটওয়্যারটি হল Lenovo VeriFace Recognition

যদিও এই সফটওয়্যার তৈরী করেছে Lenovo Company কিন্ত তারপরেও এই সফটওয়্যারটি অন্য সকল ব্রান্ডের কম্পিউটারে চলে।

যা যা লাগবেঃ

অবশ্যই একটি Webcame থাকতে হবে

এই সফটওয়্যার এর ফিচারঃ

  • Windows Login Using Your Face
  • Leaving a video message
  • Login log review
  • File encryption/decryption Using Your Face

Hardware requirements:

  • - 512MB space NTFS partition of build-in Hard Driver
  • - Require at least 512MB memory to run VeriFace
সুতরাং আর দেরি না করে এখনি ডাউনলোড করুন Lenovo VeriFace Recognition এবং উপভোগ করুন নতুন এক অভিজ্ঞতা ।

ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হলঃ

বিশেষ দ্রষ্টব্যঃ যারা ৬৪ বিট অপারেটিং সিস্টেম ব্যাবহার করেন তারা Lenovo VeriFace Recognition ব্যাবহার করতে পারবেন না। তবে বিকল্প উপায় আছে। আপনারা Luxand Blink Pro ব্যাবহার করতে পারেন এইটার ৬৪ এবং ৩২ উভয় ভার্সনই আছে।

Luxand Blink Pro

Luxand Blink Pro v2.3 Incl. Keygen

ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হলঃ

Activation Key:
Name: bidrohi
Serial: D5F7-84BC-C4CD

ইন্সটল করার নিয়মাবলিঃ

নিচের লিঙ্ক থেকে PDF ফাইলটি ডাউনলোড করে নিনঃ








Download

#############################################################################################
আজ এ পর্যন্তই আপনার সবার সুসাস্থ কামনা করে বিদায় নিচ্ছি। ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেয।
#############################################################################################

আপনার কম্পিউটারে সরাসরি Youtube এর ভিডিও দেখুন মাত্র ২০-২৫ কেবি স্পীডে কোন সমস্যা ছারাই।

আসসালামু আলাইকুম। সকলকে আমার আন্তরিক সালাম এবং ধন্যবাদ জানিয়ে আজকে একটি মজার এবং অনেক জরুরি একটি পোস্ট শেয়ার করলাম। আশা করি ভাল লাগবে।
Youtube থেকে ভিডিও দেখার শখ কার নাই বলেন? কিন্ত সমস্যা একটাই নেট স্পীড কম থাকার কারনে আমাদের এই শখ সপ্নেই থেকে যায়। ঠিক মত Video Streming হয় না নেট স্পীড কম থাকার কারনে। এই কম নেট স্পীডে যদি কোন সমস্যা ছাড়া ভিডিও দেখতে পারেন তাহলে কেমন হবে বলেন তো? হাঁ এই কাজ টি সম্ভব!
আসুন দেখে নেই কিভাবে ইউটিউব থেকে ২০-২৫ কেবি স্পীডে কোন সমস্যা ছারাই সরাসরি ভিডিও দেখা যায় দেখে নেই। নিচে আপনাদের সুবিধার জন্য পুরো বিষয়টি চিত্রসহ তুলে ধরা হল।

প্রথমে আপনার যা দরকার হবেঃ

Net Connection ( Speed 15-25 এর মধ্যে হলেই চলবে )
Vlc Media Player অথবা Real Player
***নিচে Vlc Player দিয়ে প্রক্রিয়াটি দেখানো হলঃ

আসুন প্রক্রিয়াটি বিস্তারিত দেখে নেইঃ

১. প্রথমে এইখান থেকে Vlc Media player ডাউনলোড করে নিন, অথবা ডাউনলোড করুন

Real Player Superpass Fully Pre-Activated

http://www.mediafire.com/?lw5nq2mfu2o ( যাদের নেই শুধু তাদের জন্য ) ।

২. এখন আপনার ব্রাউজার দিয়ে m.youtube.com এই ঠিকানায় প্রবেশ করুন।

৩. এখন আপনার পছন্দ অনুযায়ি যেকোনো ভিডিও Search দিন ( নিচের চিত্রের মত )।

৪. এখন আপনি যেই ভিডিওটা Play করতে চান তার উপর মাউসের Cursor রাখুন ( নিচের চিত্রের মত )।

৫. এখন উপরের চিত্রের মার্ক করা যায়গায় মাউস এর রাইট বাটন ক্লিক করে Copy Link Location এ ক্লিক করুন ( নিচের চিত্রের মত )।

৬. এখন আপনার Vlc Media Player ওপেন করুন ।

৭. এখন আপনার Vlc Media Player এর উপর মাউস এর কার্সর রেখে Keyboard থেকে Ctrl+V চাপুন। তাহলে নিচের চিত্রের মত একটি Dialog Box আসবে ।

৮. এখন Dialog Box এ Enter URL here.... এইখানে মাউসের কার্সর রেখে আবার Ctrl+V চেপে Play বাটনে ক্লিক করুন । তাহলে দেখবেন নিচের চিত্রের মত ভিডিও চলতেছে কোন সমস্যা ছারাই।

**** উপরের ৭ এবং ৮ নম্বর কাজটি আপনি Manually ও করতে পারেন। এজন্য Vlc player open করে প্লেয়ার এর মেনুবার থেকে প্রথমে Media তারপর Advance Open File তারপর Network এ ক্লিক করে আপনার কপি করা ইউটিউব এর ভিডিও Url টি Past করে Play বাটনে ক্লিক করুন।

Real Player দিয়ে করার নিয়মঃ

যারা Vlc দিয়ে পারছেন না তারা , একটা কাজ করেন

প্রথমে m.youtube.com থেকে Video link টি কপি করে Real Player Open করে প্রথমে Ctrl+ O চাপুন এবং একটি Dialog Box আসলে সেখানে Ctrl+V চেপে Link টি Past করুন।

ভিডিও লিঙ্কটির ফরম্যাট হবে নিচে প্রদত্ত লিঙ্কের মতঃ

rtsp://v4.cache4.c.youtube.com/CjgLENy73wIaLwl8qRok__6ZYhMYESARFEIJbXYtZ29vZ2xlSARSB3Jlc3VsdHNgp9uQrMPsq-xODA==/0/0/0/video.3gp
অর্থাৎ লিঙ্কের প্রথমে দেখেন rtsp দেওয়া আছে।
আজ এই পর্যন্তই আশা করি ভাল লেগেছে। ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন।

WINDOWS XP-এর স্পিড বাড়ানোর জন্য ১০ টি টিপস (১০০% কার্যকরী )

WINDOWS XP-এর স্পিড বাড়ানোর জন্য ১০ টি  টিপস (১০০% কার্যকরী )

১. DISPLAY SETTINGS optimize করে:   যেভাবে optimize করতে হবে।
  •  1. Start button এ ক্লিক করুন
  • 2. Settings এ ক্লিক করুন
  • 3. Control Panel এ ক্লিক করুন
  • 4. System এ ক্লিক করুন
  • 5. Advanced tab এ ক্লিক করুন
  • 6. Performance tab থেকে Settings এ ক্লিক করুন
  • 7. নিচের অপশনগুলো আনচেক করে দিন:
    - Show shadows under menus
    - Show shadows under mouse pointer
    - Show translucent selection rectangle
    - Use drop shadows for icons labels on the desktop
    • - Use visual styles on windows and buttons
     

2. FOLDERBROWSING এর গতিবৃদ্ধি:-
আপনি লক্ষ্য করতে পারেন যে ফোল্ডারব্রাউজ করতে সব সময় সামান্য দেরী হয়। এইটির কারণ Windows XP সক্রিয়ভাবে সবসময়ই network files এবং printers সার্চ করে। এইটা ফ্রিক্স করতে এবং ব্রাউজিং এর গতি বৃদ্ধি করতে হলে:
  • 1. My Computer ওপেন করুন
  • 2. Tools menu ক্লিক করুন
  • 3. Folder Options এ ক্লিক করুন
  • 4. View tab এ ক্লিক করুন
  • 5. Automatically search for network folders and printers check box আনচেক করুন
  • 6. Apply করুন
  • 7. Ok করুন
  • 8. সবশেষে কম্পিউটার রিবুট করুন।


3. INTERNETCONNECTION অপটিমাইজ করা:-
এইটা করার জন্য অনেক রকম নিয়ম আছে তবেসবচেয়ে সহজ নিয়মটা হচ্ছে TCP/IPOptimizer রান করা।
  • 1. ডাউনলোড করে ইনস্টল করুন এখান থেকে http://www.speedguide.net/downloads.php
  • 2. General Settings tab এ ক্লিক করুন Connection Speed (Kbps) সিলেক্ট করুন
  • 3. Network Adapter এ ক্লিক করুন  এবং কানেকশনের জন্য পছন্দের ইন্টারফেসটি চুজ করুন।
  • 4. Optimal Settings চেক Apply করুন।
  • 5. কম্পিউটার Reboot করুন।
  • 6. অথবা নিচের স্ক্রিণশটগুলো দেখুন


4. PAGEFILE অপটিমাইজ করে:-
যদি আপনি একটা নির্দ্দিষ্ট পরিমানপেজফাইল ফিক্সড করেন তাহলে operating system প্রয়োজনমত পেজফাইল রিসাইজ করে সেভ করে রাখতে পারে।
  • 1. My Computer রাইট ক্লিক করে Properties এ ক্লিক করুন
  • 2. Advanced tab সিলেক্ট করুন
  • 3. Performance থেকে Settings button এ ক্লিক করুন
  • 4. Advanced tab সিলেক্ট করুন Virtual Memory থেকে Change বাটনে ক্লিক করুন।
  • 5. আপনার পেজফাইল সমৃদ্ধ ডাইভটি Highlight করে প্রোয়জনীয় পরিমান পেজফাইল সেট করে দিন।
Windows XP এর ডিফল্ট পেজ ফাইলের সাইজ 1.5X এইটার সময়টি মেমরির ক্ষুদ্রতর পরিমাণের সঙ্গে সিস্টেমের জন্য ভাল (512mbএর অধীনে) এইটি অসম্ভাব্য যে একটি typical XP ডেস্কটপ সিস্টেম 1.5 এক্স 512mb সর্বদা প্রয়োজন বোধ করবে অথবা virtual মেমরির আরও বেশি। If you যদি আপনার মেমরির 512mbএর চেয়ে কম থাকে, এর ডিফল্ট সাইজে পেজফাইল ছেড়ে চলে যান। যদি আপনার 512mb অথবা আরও বেশি থাকে, page file এর physicalmemory size এর রেশিও 1:1 করুন।
 




5. SPEEDUP FOLDER ACCESS – LAST ACCESS UPDATE ডিজেবল করে:-
যদি আপনার কম্পিউটারের অধিক পরিমাণ folders এবং subdirectories থাকে, যখন আপনি একটা ডাইরেক্টরি এক্সেস XP অনেক সময় নেই। এটা registry এডিট করে বন্ধ করা
  • 1. Start থেকে Run এ জান “regedit” টাইপ করে এন্টার দিন
  • 2. “HKEY_LOCAL_MACHINE\ System\CurrentControlSet\Control\FileSys tem” এই ঠিকানায় প্রবেশ করুন।
  • 3. ফাকা জায়গায় Right-click করুন ‘DWORD Value’ তৈরি করুন
  • 4. ‘NtfsDisableLastAccessUpdate’ নামের একটি DWORD ভ্যালু তৈরি করুন।
  • 5.  এরপর new value তে রাইট ক্লিক করে ‘Modify’ তে ক্লিক করুন
  • 6. Value Data পরিবর্তন করে ‘1′ করে দিন
  • 7.  সবশেষে ‘OK’ করুন।    


6. আপনার মেনু লোড দ্রুততর তৈরি করুন:
এটা অনেক বেশি ফাস্ট করতে সাহয্য করেউইন্ডোজ এক্সপি কে।
  • 1. Start থেকে Run এ জান “regedit” টাইপ করে এন্টার দিন
  • 2. “HKEY_CURRENT_USER\Control Panel\Desktop\” এই ঠিকানায় জান
  • 3.  “MenuShowDelay” সিলেক্ট করুন
  • 4. রাইট ক্লিক করে “Modify’ ক্লিক করুন
  • 5. Reduce the number to around “100″ দিন
  • 6. এই 100 টি হচ্ছে ডিলে টাইম।


 7. SHUTDOWN এর SPEED বাড়িয়ে:-
  • 1. Start থেকে Run এ জান “regedit” টাইপ করে এন্টার দিন
  • 3. ‘HKEY_CURRENT_USER\ Control Panel\Desktop\’ এই ঠিকানায় জান
  • 4. ‘WaitToKillAppTimeout’ সিলেক্ট করুন
  • 5. ‘Modify’ তে রাইট ক্লিক করুন
  • 6. ভ্যালু ‘1000′  এ পরিবর্তন করুন
  • 7. ‘OK’ করুন
  • 8. ‘HungAppTimeout’ সিলেক্ট করুন
  • 9. ‘Modify’ তে রাইট ক্লিক করুন
  • 10. ভ্যালু ‘1000′  এ পরিবর্তন করুন
  • 11. ‘OK’ করুন
  • 12. ‘HKEY_USERS\ .DEFAULT\Control Panel\Desktop’ এই ঠিকানায় জান
  • 13. ‘WaitToKillAppTimeout’ সিলেক্ট করুন
  • 14. ‘Modify’ তে রাইট ক্লিক করুন
  • 15. ভ্যালু ‘1000′ এ পরিবর্তন করুন
  • 16. ‘OK’ করুন
  • 17. ‘HKEY_LOCAL_MACHINE\ System\CurrentControlSet\Control\’ এই ঠিকানায় জান
  • 18. ‘WaitToKillServiceTimeout’ সিলেক্ট করুন
  • 19. . ‘Modify’ তে রাইট ক্লিক করুন
  • 20. ভ্যালু ‘1000′ এ পরিবর্তন করুন
  • 21. ‘OK’ করুন



8. IMPROVESWAPFILE PERFORMANCE:-
যদি আপনার পিসির RAM  256MB এর বেশি থাকে তাহলে এই ট্রিক্সটিআপনার কম্পিউটারের গতি অধিকহারে বৃদ্ধি করতেপারে। It basicallymakes sure that your PC uses every last drop of memory (faster than swap file)before it starts using the swap file.
  • 1. স্ট্রাট মেনু থেকে Run এ ক্লিক করুন
  • 2. “msconfig.exe”  টাইপ করে এন্টার দিন
  • 3. System.ini tabএ ক্লিক করুন
  • 4. প্লাস চিহ্নে ক্লিক করে 386enh tab এক্সপেন্ড করুন
  • 5. রাইট পান থেকে New তে ক্লিক করে ”ConservativeSwapfileUsage=1″ টাইপ করুন
  • 6. OK করুন
  • 7. আপনার পিসি Restart দিন ।



9. IMPROVE START UP PERFORMANCE :-
ভিবিন্ন প্রয়োজনে ও  অপ্রয়োজনে  আমরা  ভিবিন্ন  সফটওয়্যার ব্যবহার করি । কম্পিউটার যখন চালু হয়  তখন এই  সফটওয়্যার গুলো ও  উইন্ডোজের সাথে  চালু হয় ,ফলে কম্পিউটারের স্টার্ট UP এর  স্পীড  কমে যাই ।  স্টার্ট UP এর  স্পীড  বৃদ্ধি করতে এই ট্রিক্সটি আপনার কাজ দিবে ।
  • 1. স্ট্রাট মেনু থেকে Run এ ক্লিক করুন
  • “Msconfig”  টাইপ করে এন্টার দিন
  • “Startup” এ ক্লিক করুন
  • অপ্রয়োজনীয়  সফটওয়্যার গুলো  UnMark  করে
  • Apply  টাইপ করে OK এন্টার দিন
  •  আপনার পিসি Restart দিন । 



10. অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ করে পিসির ৩০% গতি বৃদ্ধি করুন । উইন্ডোজ এক্সপি স্ট্রাট হওয়ার সময় এমন কিছু কিছু সার্ভিস অটোম্যাটিক্যালি স্ট্রাট হয়ে যায় যেগুলো আমাদের অনেকেরই কাজে লাগে না। আবার এমন সার্ভিসও আছে যেগুলো ছাড়া আমাদের কম্পিউটার একেবারেই অচল। আর এটা স্বাভাবিক কথা যে যদি সার্ভিস বন্ধ থাকে তাহলে উইন্ডোজের উপর চাপ কমে যায় এবং গতি বৃদ্ধি পায়।
  •  স্ট্রাট মেনু থেকে Run এ ক্লিক করুন   
  •   Msconfig  টাইপ করে এন্টার দিন  
  •  General  গিয়ে  
  •   Services ট্যাবে  গিয়ে   
  •   কাঙ্খিত সার্ভিসকে আনচেক করে এ্যপ্লাই করুন এবং রিস্ট্রাট দিন।

আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন।  

সকল মোবাইল এর Secret Code Download করুন মাত্র ৫ mb.

সকল মোবাইল এর Secret Code Download করুন মাত্র ৫ mb.
Secret Mobile Codes (Full code 2010)


এতে অনেক মোবাইল এর Secret Codes আছে যেমনঃ Nokia,LG,Motorola,Sony,Siemens. Etc.
আশা করি কাজে লাগবে।
*******************Download লিঙ্ক নিচে দেওয়া হল*********************


Download Links:
Mediafire 300 kb
or
Depositfile 8.39 MB
Click here
Note: ২ টাই download করুন।
প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”
***কম্পিউটার সম্পর্কিত নতুন নতুন খবর, প্রয়োজনীয় টিপস ও ট্রিকস এবং ফুল ভার্সন সফটওয়্যার নিয়ে মাইটেকটিউনস২৪ আপনার পাশে আছে সবসময়।
ভাল থাকবেন সবসময়। এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেয।