আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আমার এই টিউন।
আমরা অনেকেই গ্রামীন ফোন এর ইন্টারনেট মোডেম ব্যাবহার করি। GP Internet Modem ব্যাবহার করার সময় আমাদের অনেক সময় Account Balance Check করার দরকার পরে। এবংঅনেক সময় প্রয়োজনের সময় কল করার দরকার পরে। কিন্তু সমস্যা হল GP মোডেম এর Default সফটওয়ার এর সাথে এই Functionগুলা থাকে না। তাই আপনাদের এই সমস্যার সমাধান নিয়ে আজকেহাজির হয়েছি। আশা করি ভাল লাগবে। গ্রামীন ফোনের মোডেম ব্যাবহার করে কম্পিউটার থেকেসরাসরি কল করার জন্য এবং AccountBalance চেক করার জন্য আমার একটা সফটওয়্যার ব্যাবহারকরতে পারেন।
আরেকটি কথা এই সফটওয়্যার ইন্সটল করলে Grameen Phone মোডেম এর সাথে থাকা Default Homepage (internet.grameenphone.com) এর বদলে পাচ্ছেন (www.google.com)। আশা করি আপনাদের কাজে লাগবে।কাজটি খুব সহজ।
আসুন দেখে নেই কাজটি কিভাবে করতে হবেঃ
১। প্রথমে নিচের লিঙ্ক থেকে GP USSD Activator Plugin সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
২। এখন GrameenPhone Internet সফটওয়্যার টি Exit অথবা Close করুন।
৩। এখন উপরের লিঙ্ক থেকে ডাউনলোড করা GP USSD Activator Plugin সফটওয়্যারটি ইন্সটল করুন। (প্রয়োজনে Instraction দেখে নিন।)
৪। এখন আবার ডেস্কটপ থেকে অথবা All Program থেকে GrameenPhone Internet সফটওয়্যারটি Open করুন।
***এখন দেখুন নিচের চিত্রের মত নতুন কিছু ফিচার যোগহয়েছে।
***দেখুন নিচের চিত্রে কল করার Option যোগ হয়েছে। এইখান থেকে আপনি Headphone ব্যাবহার করে মোবাইলে কল করতে পারবেন।
***এইখানে নিচের চিত্রে দেখুন Account Balance চেক করার জন্য USSD নামেনতুন একটি Option যোগ হয়েছে।
সুতরাং আর দেরি না করে উপভোগ করুন গ্রামীন ফোন মোডেম থেকে সরাসরি Account Balance চেক এবং কল করার মজা।
সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হলঃ
SUPER LIKE MASTER MASUM..............:)
ReplyDeletevai amar modem holo gp ar zte mf100 ami ki parbo?R na parle ki korbo bolen
ReplyDeleteজিপি MF 100 Modem এর কি হবে???????
ReplyDeletegp modem is better than no modem.. Lol. Hollyhood ( @@ http://executiveproducers411.wordpress.com
ReplyDeleteso fine
ReplyDeleteHe Onek Valo..:D
ReplyDeleteভাই আমি মোবাইল থেকে ব্লুটুথের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করি। এতে কি আপনার সফটোয়ার কাজ করবে। অর্থাৱ আমি কি কল করতে পারবো।
ReplyDelete