আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম

আপনার কম্পিউটারে একসাথে অনেকগুলো ফাইল Rename করুন জটিল মজার একটি সফটওয়্যার দিয়ে।

আসসালামু আলাইকুম। কেমন আসেন সবাই। আজ আপনাদের জন্য অনেক প্রয়োজনীয় জটিল একটি সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি।  আশা করি অনেকের কাজে লাগবে। অনেক সময় আমাদের অনেকগুলো Photo, Mp3 Song, Video অথবা অন্যান্য ফাইল একসাথে Rename করার প্রয়োজন হয়। কিন্তু সবগুলো ফাইল আলাদা আলাদা Rename করলে অনেক সময়ের প্রয়োজন। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের জন্য আমার আজকের এই টিউন। আসুন দেখে নেই কিভাবে Multiple File একসাথে Rename করা যায়। এই জন্য আপনার প্রয়োজন হবে একটি সফটওয়্যার যার নাম হলঃ File Renamer Turbo. এই সফটওয়্যার এর বাজার মূল্য US $19.95। ভয় পাবেন না। আমি আপনাদেরকে দিব একদম ফ্রী। 

File Renamer Turbo

 আসুন দেখে নেই কিভাবে অনেকগুলো ফাইল একসাথে Rename করতে হয়

 ১. প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করে Activation Key ব্যাবহার করে Registration করে নিন।

২. এখন সফটওয়্যারটি Open করুন

৩. এখন নিচের ছবির মত Add Basic Filter এ ক্লিক করুন। এবং Counter সিলেক্ট করুন ।
৪. এখন নিচের ছবির মত আপনার ফাইলের Prefix অথবা Suffix যোগ করে নিতে পারেন।
৫. এখন নিচের ছবির মত Rename বাটনে ক্লিক করুন।
৬. ব্যাস আপনার কাজ শেষ। এখন যেই ফোল্ডার এর ছবি Rename করেছিলেন অইখানে গিয়ে দেখুন সব ছবি অথবা ফাইল Rename হয়ে গেছে। নিচে আমার Rename  করা কিছু ছবি দিলাম। 

এইখানে নাম্বার Automatic যোগ হবে এবং Picture Name আপনার দেওয়া Prefix Or Suffix অনুযায়ী হবে। 


*** এছাড়া কোন ফাইলের রাইট বাটনে ক্লিক করেও সরাসরি Rename করা যায়।


এছাড়া এই সফটওয়্যারটির আরও অনেক প্রয়োজনীয় কাজ রয়েছে। আপনি ব্যাবহার করলে জানতে পারবেন। 

সফটওয়ার টির ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হলঃ 

Download Full Version From Here

No comments:

Post a Comment